নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত বিশেষ প্রোগ্রাম ‘ভিজিট বাংলাদেশ ২০২২’ এর আওতায় বাংলাদেশ পরিদর্শনে আসেন ১৩ দেশের ১১ জন শীর্ষ সাংবাদিক। গত মঙ্গলবার বেক্সিমকো শিল্পাঞ্চল পরিদর্শন করতে আসেন।
সাথে যোগ দেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের উপ-পরিচালক তৌফিক হাসান।
পরিদর্শক দলটি ভার্টি গোলিডস গ্রিন স্বীকৃত বেক্সিমকো সবুজ শিল্প পার্ক এর বিভিন প্রকল্প ঘুরে দেখেন।তারা রিট্রোভেক্সের সাথে সম্মিলিত ভাবে গৃহীত বেক্সিমকো বর্জ্য পরিশোধন প্রকল্পটির ব্যপারে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
পাশাপাশি তারা বেক্সিমকোর আধুনিক ও টেকসই প্রযুক্তি ভিত্তিক বর্জ্য পরিশোধন প্রকল্প ও য়াটার ট্রিটমেন্ট প্রজেক্ট ও আধুনিক গার্মেন্টস শিল্পগুলোর ব্যাপক প্রশংসা করে।বেক্সিমকোর ডিজিটাল ভিত্তিক উৎপাদন প্রক্রিয়া ও অত্যাধুনিক থ্রিডি মডেলিং কাস্টোমার সংযোগ সেবাটি তাদের বিশেষ উৎসাহী করে তোলে। এছাড়াও তারা বেক্সিমকোর বোন-চায়না উৎপাদনকারী প্রতিষ্ঠান শাইনপুকুর পরিদর্শন করে।
পরিদর্শক দলে উপস্থিত সাংবাদিকরা হলেন; আলজেরিয়ার আলহিয়ার এর আন্তর্জাতিক বিভাগের প্রধান নুরেদ্দিন খেতাল, আলজেরিয়ার মৌদ জাহিদ এর ফরাসি ভার্সনের সাংবাদিক বৌলহালিবসামিয়া, বাহরাইনের আন্তর্জাতিক টেলিভিশনের রিপোর্টার, মো. ইউসুফ, আলরো মানি, বাহরাইনের আন্তর্জাতিক টেলিভিশন ক্যামেরা ম্যান, বাহরাইনি, জর্জিতোসেভ গণমাধ্যমব্যক্তিত্ব বুলগেরিয়া,।শিভলিম আন, ডেপুটি চিফ ব্যুরো (প্রেস), ইয়াংহান, চায়নাডেইলি, ওমানের আলশাবিবা’র রিপোর্টার জসীম আলী মোহাম্মদ, পোল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কামিলা জুনিক, পর্তুগাল’র পর্তুগিউজ নিউজ এজেন্সির ডেপুটিএডিটর এন্তোনিও পরেই রানেভেস, রোমানিয়ান একটি নিউজ এজেন্সির প্রধান ইনেস্কো মেহরাত ইউলিয়ান, স্প্যানিশ একাডেমিক করেস্পন্ডেন্ট ক্লডিওচেকস ও ভিয়েত নাম নিউজের প্রধান এনগুয়েন মাইহা।