300X70
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২০ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বেগমগঞ্জে পুলিশের ওপর হামলা, আটক ২

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২০, ২০২০ ৯:৪৩ অপরাহ্ণ

  1. নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে একটি মামলার তদন্তে গেলে পুলিশের ওপর হামলা চালিয়েছে স্থানীয় ফুয়াদ বাহিনীর সন্ত্রাসীরা।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার উপপরিদর্শ (এএসআই) সাকিবুল ইসলাম আহত হয়েছে। পরে পুলিশ ফুয়াদ বাহিনীর প্রধান ফুয়াদ ও তার সহযোগী কফিলকে আটক করে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে ফুয়াদ বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের উত্তর অভিরামপুরে গ্রামে এ ঘটনা
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, অভিরামপুর গ্রামের মজিবুর রহমান রুবেল’র স্কুল পড়ুয়া ১০ বছরের শিশুকে একই গ্রামের ফুয়াদ এর নেতৃত্বে বখাটে সন্ত্রাসীরা ১৪ ই অক্টোবর মারধর ও নির্যাতন করে। এই ঘটনার বিচার দাবি করে শিশুর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় পুলিশের এ এস আই সাকিবুল ইসলাম সহ দুই পুলিশ ঘটনাস্থলে তদন্তে গেলে অভিযোগের সত্যতা পেলে এক পর্যায়ে ফুয়াদ ও কফিল’র নেতৃত্বে দুই পুলিশের ওপর হামলা চালায়। পরে অভিযুক্ত দু’জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।
ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, এ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :