নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলের জন্য বাংলাদেশ ব্যাংক-এর সাথে একটি অংশগ্রহণ চুক্তি করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
সোমবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের কাছে ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল বিষয়ক চুক্তিপত্র হস্তান্তর করেন ।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মোঃ নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার, ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট এর ডিরেক্টর মাকসুদা বেগমসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রপ্তানি খাতের উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে এই তহবিল গঠন করা হয়।