অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে প্রধান কার্যালয়ে “মুজিব কর্ণার” উদ্বোধন করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
আজ সোমবার (১৭ জানুয়ারি ২০২২) দুপুরে গুলশানের প্রধান কার্যালয়ে এই ”মুজিব কর্ণার” উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। এসময় ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ, ব্যাংকের অন্যান্য পরিচালকবৃন্দ, উপদেষ্টা, উপব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের ঐতিহাসিক ছবি এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক বিভিন্ন বই দিয়ে সাজানো হয়েছে “মুজিব কর্ণার”।