বাঙলা প্রতিদিন নিউজ : বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘‘৪র্থ বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।
এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ মাহবুবুল আলম ও ইঞ্জি. গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য পরিচালক এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিবসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ-লোকশান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।