নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের ১৪তম সভা ১০ আগস্ট ২০২২, বুধবার অনুষ্ঠিত হয়। ৯৪ গুলশান এভিনিউ’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মো. জসিম উদ্দিন।
সভায় জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন দর্শন ও কর্মের ওপর আলোচনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম ও ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তারিক মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় এবং কোম্পানি সচিব।
এদিকে “জাতীয় শোক দিবস ২০২২” উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের মুজিব কর্ণারে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ কর্মসূচী, প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখায় শোক দিবসের ব্যানার স্থাপন এবং এতিমখানায় খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।