নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এখন থেকে রিয়া মানি ট্রান্সফার এর মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্ত থেকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোন শাখায় রেমিট্যান্স পাঠানো যাবে সহজেই। সম্প্রতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর মধ্যে এ বিষয়ক একটি সাব-করেসপন্ডেন্ট চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটির আনুষ্ঠানিকতা ও রেমিট্যান্স সার্ভিসের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং ট্রাস্ট ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়রা আজম উপস্থিত ছিলেন।
এসময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. রফিকুল ইসলাম, ট্রাস্ট ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আহসান জামান চৌধুরী এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার এ. কে. এম. নাজমুল হোসেন-সহ তিন প্রতিষ্ঠানেরই উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত
ছিলেন।