প্রতিনিধি, যশোর : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ বুধবার বিকালে এক অভিযান চালিয়ে দৌলতপুর বটতলা এলাকার পাশে একটি বেগুন ক্ষেতের ভিতর বালতিতে করে মাটিতে পুঁতে রাখা ১০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
এ সময় পাশে থাকা ফেন্সিডিল এর মালিক শাহ জামাল (৩৫)কে হাতেনাতে আটক করা হয়।সে দৌলতপুর গ্রামের ইবাদত হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই ওবির উদ্দিন জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান এর কাছে খবর আসে শাহ জামাল নামে এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে তার বাড়ির পাশে বেগুন ক্ষেতের ভিতর মাটিতে পুঁতে রেখেছে।
এমন সংবাদের ভিত্তিতে ওসি সহ এসআই রোকনুজজামান, এএসআই মাসুম পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় শাহ জামাল কে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না বলে তিনি ঘোষণা দিয়ে কাজ করে যাচ্ছেন।