প্রতিনিধি, বেনাপোল : সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন টেনার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বেনাপোল পৌর ছাত্রলীগ নেতারা। প্রবীণ রাজনীতিবিদ বেনাপোল ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ৪ নং বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন টেনা আর নেই।
গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেগেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সাথে সমবেনা জানিয়েছেন অনেকে।