নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে কুয়েত-বাংলাদেশি কোম্পানি মেসার্স কে বি পেট্রোকেমিক্যালস লিমিটেডের সাথে আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করল বেপজা।
যৌথ মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি ১০.৩৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ একটি লুব্রেকেটিং ওয়েল বেøন্ডিং প্ল্যান্ট স্থাপন করবে যেখানে ১২৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কোম্পানিটি বার্ষিক ২০ হাজার মেট্রিক টন ফিনিশড লুব্রিকেন্টস উৎপাদন করবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি- এর উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কেবি পেট্রোকেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসাইন পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠান কেবি পেট্রোকেমিক্যালসকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানান। পণ্যের বৈচিত্র্যায়নে সরকারের বিনিয়োগ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য উচ্চমানসম্পন্ন ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে বেপজা সব সময় স্বাগত জানায়।”
বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশের রপ্তানিমুখী শিল্পকে সেবাদানের চল্লিশ বছরের অর্জিত অভিজ্ঞতা, সক্ষমতা, দক্ষতা এবং পেশাদার উৎকর্ষতাকে পুঁজি করে বেপজা বর্তমানে দেশের অন্যতম একটি সফল সংস্থা। তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের আস্থা বেপজাকে আন্তর্জাতিক পরিমন্ডলে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত করেছে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ স্বাগত বক্তব্যে বলেন, “বেপজার সফলতা ও বিনিয়োগকারীদের আস্থার পরিপ্রেক্ষিতে বেপজা অর্থনৈতিক অঞ্চলের এ উদ্যোগ সারা বছর অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশীদ আলম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোঃ হাফিজুর রহমান এবং নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল এএসএম কামরুজ্জামান, পিবিজিএম এবং কেবি পেট্রোকেমিক্যালস লিমিটেডের চেয়ারম্যান জনাব কানান নাসের আল নাসের উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ জানুয়ারি ২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ১১৩৮.৫৫ একর জায়গায় বেপজা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিফলক উন্মোচন করেন।
ইতোমধ্যে ৬৪৩টি শিল্প প্লটের আবেদন জমা পড়েছে যার মধ্যে বেপজা ১৯টি প্রতিষ্ঠানের অনুকূলে ১৫৪টি প্লট সাময়িক বরাদ্দ প্রদান করেছে। সাময়িক বরাদ্দপ্রাপ্তদের মধ্যে ৬টি শিল্প প্রতিষ্ঠানকে ৩১ টি প্লট চূড়ান্তভাবে বরাদ্দ প্রদান করা হয়েছে।
এদের মধ্য থেকে ৪টি প্রতিষ্ঠানের সাথে সম্প্রতি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে যাদের বিনিয়োগের পরিমান ৫০ মিলিয়ন মার্কিন ডলার যেখানে ২৩,৪৫৩ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আগামীতে এ বিনিয়োগের ধারা চলমান থাকবে।