নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : শ্রীলংকা-বাংলাদেশ যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান জেএফ এন্ড আই প্যাকেজিং (বিডি) লিঃ বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ কোটি ১৩ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস এক্সেসরিজ তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৭-১১-২০২২) বেপজা কমপ্লেক্স, ঢাকায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং জেএফ এন্ড আই প্যাকেজিং (বিডি) লিঃ -এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেপজা-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি-এর উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং জেএফ এন্ড আই প্যাকেজিং (বিডি) এর পরিচালক মোঃ শামসুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
যৌথ মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের পেপার ও প্যাকেজিং পণ্য উৎপাদন করবে। কারখানাটিতে ৫০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, বেপজার সর্ববৃহৎ প্রকল্প ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’-এ শিল্প স্থাপনের লক্ষ্যে জেএফ এন্ড আই প্যাকেজিং (বিডি) লিঃসহ ১৪টি প্রতিষ্ঠানকে অনুমতি দিল বেপজা। প্রতিষ্ঠানসমূহের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৩২ কোটি ৩৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশীদ আলম এবং অতিরিক্ত নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।