সংবাদদাতা, রংপুর: রংপুরের আশরতপুরে আজিজুল হক ছাত্রীনিবাস থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাহানাজ আক্তার (২৩) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে তার নিজ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, শাহানাজ আক্তারের বাড়ি গাইবান্ধায়। তিনি রংপুরের আজিজুল হক ছাত্রীনিবাসে থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তেন। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে ছাত্রীনিবাসে এসে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন তিনি। এরপর রাত ৯টা পর্যন্ত দরজা না খোলায় মেসে থাকা অন্য ছাত্রীদের সন্দেহ হয়। পরে দুই ছাত্রী জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এই খবর ছড়িয়ে পড়লে পুলিশ রাত ১১টার দিকে ছাত্রীনিবাসে এসে মরদেহটি উদ্ধার করে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহের সুরতহাল করা হচ্ছে। সুরতহাল শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’