বাহিরের দেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে সম্প্রতি যে ঝড় উঠেছে তার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতাবস্থা টালমাটাল হয়ে উঠতে পারে। এমনটাই আশঙ্কা করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, সুদের হার বৃদ্ধি করার কারণে ঋণগ্রহীতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এতে করে প্রধান অর্থনীতিগুলো নতুন সংকটে পড়ছে। এমনকি যারা ঋণ দিচ্ছে, তারাও এই সংকটের বাইরে নয়। এ খবর দিয়েছে বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
খবরে জানানো হয়, বর্তমানে চীন সফরে রয়েছেন আইএমএফ প্রধান। রাজধানী বেইজিং-এ রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জর্জিয়েভা। তিনি আরও বলেন, এই বছর বিশ্ব অর্থনীতি মাত্র ৩ শতাংশ বৃদ্ধি পাবে। কোভিড-১৯ এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এর অন্যতম প্রধান কারণ। এসব কারণে অর্থনৈতিক বৃদ্ধি সংকুচিত হয়ে আসছে।