নারায়ণগঞ্জ প্রতিনিধি: সিটিজেন্স ব্যাংক পিএলসি-এর নারায়নগঞ্জ শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএমইএ‘র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, বর্তমানে বাংলাদেশে ব্যাংকিং খাতের একটি কালো অধ্যায় পত্র পত্রিকায় উঠে আসছে। আতঙ্কিত হয়ে কালকেও আমাকে অনেকেই ফোন করে জানতে চেয়েছে, ব্যাংকে টাকা রাখবো নাকি সড়িয়ে নিবো। আশা করবো এই আতঙ্কের মধ্যে আপনারা আপনাদের সেবা দিয়ে মানুষকে আশ্বস্ত করবেন, আতঙ্কিত হওয়ার মতো কোন পরিস্থিতি নেই বা আতঙ্কের কোন কারণ নেই।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়কে ‘সিটিজেনস ব্যাংক’ (পিএলসি) এর শাখা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ব্যাংকটি ২০২০ সালে ১৫ ডিসেম্বর অনুমোদন পায়। নারায়ণগঞ্জের ব্যাংকটির প্রথম শাখার উদ্বোধন করা হলো।
মোহাম্মদ হাতেম বলেন, আজ থেকে প্রায় ৩৫ বছর পূর্বের কথা। তখন আমি খুব ছোট। আমাকে এক বড় ভাই পরামর্শ দিয়েছিল, কোন দিন ব্যাংকের সাথে কোন ছলচাতুরী করবে না, দুই নম্বরি করবে না। ব্যাংকের আস্থা যদি কোন দিন অর্জন করতে পারো, ব্যাংক যদি বুঝতে পারে তোমার কাছে তাঁর অর্থ নিরাপদ, তাহলে ব্যাংক তোমার দুর্দিন কাটিয়ে উঠিয়ে নিয়ে যাবে।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অর্থনীতির সমৃদ্ধের দিকে যাচ্ছে, তার উৎকৃষ্ট উদহারণ হচ্ছে এই সিটিজেন্স ব্যাংকের শাখার উদ্বোধন। ইতোমধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে। আমাদের এই অগ্রযাত্রা অব্যহত থাকবে। এই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। রাজধানী ঢাকার পরে বাংলাদেশের অর্থনীতির প্রবাহ নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে।
নারায়ণগঞ্জে সিটিজেন্ট ব্যাংকের পক্ষ থেকে যারা সেবা দিতে এসেছেন, আশা করবো আপনারা ক্ষুদ্র ব্যবসায়ীদের তুলে আনার জন্য সচেষ্ট হবেন। আগামী দিনে মডেল গ্রুপ কিংবা এনআর গ্রুপের মতো ব্যবসায়ী যেন আপনাদের হাত ধরে হতে পারে, সেই সুযোগটা আপনারা তৈরি করতে পারেন। উদ্যোগতাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের চাল-চলন, কাজ কর্ম দিয়ে ব্যাংকের বিশ্বস্ততা অর্জন করবেন, তাহলে দেখবেন ব্যাংক আপনাদেরকে সহযোগীতা করছে।’
বহুমূখী জীবনের গল্পে সকল নাগরিকের স্বপ্ন ও সম্ভাবনার সাথে থাকার প্রত্যয় নিয়ে সিটিজেন্স ব্যাংক পিএলসি-এর নারায়নগঞ্জ শাখা উদ্বোধন করেছেন ব্যাংকের চেয়ারপার্সন তৌফিকা আফতাব।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান, পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, পরিচালক মো. মোখলেছুর রহমান, শেখ মো. ইফতেখারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাসুম।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাসুম জানান, গ্রাহক বান্ধব সংস্কৃত সিটিজেনস ব্যাংক এর অন্যতম লক্ষ্য। সকল প্রকার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং সেবা প্রদান করে সকল নাগরিকদের আস্থা অর্জন করা এবং সকল নাগরিকদের ইচ্ছা গুলোকে বাস্তব রূপদিতে বদ্ধপরিকর সিটিজেনস ব্যাংক।
আরও উপস্থিত ছিলেন শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশন সাবেক সভাপতি এম সোলাইমান প্রমুখ।