ক্রীড়া ডেস্কঃ কোচ ও খেলোয়াড় হিসেবে সর্ব প্রথম বিশ্বকাপ জয় করা ব্রাজিলের ফুটবল কিংবদন্তী মারিও জাগালো হাসপাতালে ভর্তি হয়েছেন। মুত্রনালীর সংক্রমেনর কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। এক সপ্তাহ আগে ৯২ তম জন্মদিন পালন করেছেন জাগালো।রিও ডি জেনেইরোর ব্রাররা ডি’অর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়া জাগালোর অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। তবে তার শ্বাসকস্ট রয়েছে। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার কোন সময় এখনো নির্ধারণ করা হয়নি বলেও উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে তার শ্বাসকস্ট রয়েছে। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার কোনো সময় এখনো নির্ধারণ করা হয়নি বলেও উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শ্বাস যন্ত্রের সংক্রমনের কারণে একই হাসপাতালে আধা-নিবিড় পরিচর্যায় দুই সপ্তাহ কাটানোর অন্তত এক বছরেরও পর নতুন করে তার অসুস্থতা ধরা পড়েছে।
১৯৫৮ এবং ১৯৬২ সালে প্রয়াত ফুটবল কিংবদন্তী পেলের সঙ্গে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলে খেলেছেন জাগালো।
রক্ষণে সুদৃঢ় এই ফুটবল তারকা আক্রমনেও ছিলেন সমান দক্ষ। পরে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। জাগালোর অধীনেই ১৯৭০ সালে ফের বিশ্বকাপের শিরোপা জয়ে করেছে ব্রাজিল। জাগালো ছাড়াও কোচ ও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের শিরোপা জয় করেছেন জার্মানির ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার (১৯৭৪ ও ১৯৯০) এবং ফ্রান্সের দিদিয়ের দেশ্যম (১৯৯৮ ও ২০১৮)।