নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এজেন্ট ব্যাংকিং সেবা প্রদান করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক সম্প্রতি জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির ফলে এখন থেকে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা ভর্তি ও অন্যান্য ফি’র টাকা ব্র্যাক ব্যাংক-এর এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে পারবেন। এছাড়াও ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানটির বিদেশগামী প্রশিক্ষণার্থীদের ও তাদের নমিনিদের অ্যাকাউন্ট খুলবে, যাতে তারা বৈধভাবে বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে পারেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিসি জয়পুরহাট শাখার অধ্যক্ষ আসিফ আজিজ এবং ব্র্যাক ব্যাংক-এর হেড অব এজেন্ট ব্যাংকিং মোঃ নাজমুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর জয়পুরহাট ব্রাঞ্চের ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, জয়পুরহাট ব্রাঞ্চের এজেন্ট ব্যাংকিং-এর অ্যাসোসিয়েট ম্যানেজার মাশরুর নাভিদ, টেরিটোরি ম্যানেজার সাজিবুর রহমান এবং বগুড়া রিজিওনের টিম লিডার মোঃ রাজিব মিয়া।