অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ব্র্যাক ব্যাংকের গ্রাহকবৃন্দ ভিস্তা ইলেকট্রনিক্স-এর বিভিন্ন পণ্যে বিশেষ ডিসকাউন্ট উপভোগ করবেন।
দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি অনুসারে, ব্যাংকের গ্রাহকরা ভিস্তা অ্যানড্রয়েড টিভি সহ নির্দিষ্ট ইলেকট্রনিক পণ্যে ২৫% পর্যন্ত ছাড় পাবেন।
গ্রাহকরা বিভিন্ন ব্র্যান্ডের এয়ার কন্ডিশনারে ১২% পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া, নির্দিষ্ট ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে তিন মাসের জন্য ০% ইন্টারেস্টে পেফ্লেক্স সুবিধাও পাবেন। ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সকল ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডারের জন্য অফারটি কার্যকর থাকবে।
গত সোমবার (১০ অক্টোবর) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম এবং ভিস্তা ইলেকট্রনিক্সের ডিরেক্টর ইলিয়াস কাঞ্চন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর, হেড অব মার্চেন্ট অ্যাকুয়্যারিং খায়রুদ্দীন আহমেদ এবং হেড অব অ্যালায়েন্সেস মোঃ আশরাফুল আলম। ভিস্তা ইলেকট্রনিক্স-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর উদয় হাকিম এবং কর্পোরেট অ্যাফেয়ার্স এক্সিকিউটিভ রাকিব ভূঁইয়া।