300X70
রবিবার , ২০ জুন ২০২১ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ভরিতে স্বর্ণের দাম কমলো ১৫০০ টাকা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২০, ২০২১ ১২:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: এক মাসের ব্যবধানে দেশের বাজারে প্রায় সব ধরনের স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৫০০ টাকা। এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বার্ণের দাম পড়বে ৭১ হাজার ৯৮৩ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের ভরির দাম ৭৩ হাজার ৪৮৩ টাকা।

বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা শনিবার (১৯ জুন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

করোনাকালে বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী বলে জানিয়েছেন বাজুস। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে এবং ভোক্তা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত মোতাবেক ২০ জুন থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি ১৫১৬ টাকা কমানো হয়েছে।

এর আগে গত ১০ মে ও ২৩ মে দুই দফায় ভরিতে স্বর্ণের দাম চার হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাজুস। এ হিসাবে চার হাজার ৩৭৪ টাকা বাড়ানোর পর ভরিতে স্বর্ণের দাম দেড় হাজার টাকার মতো কমানো হলো।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৬৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ৫৪৬ টাকায় বিক্রি হবে।

এর আগে সকালে বাজুসের সভাপতি এনামুল হক খান বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হবে। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়া হবে।

তবে শনিবার রাতেই দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হলো কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা চেয়েছিলাম সোমবার বিশ্ববাজারের চিত্র দেখে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেব। কিন্তু ক্রেতাদের প্রেশারের কারণে এখনই দাম কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এর মাধ্যমে আমরা ক্রেতাদের কিছুটা স্বস্তি দেয়ার চেষ্টা করছি।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমরা সব সময় বিশ্ববাজারের সঙ্গে আপডেট থাকার চেষ্টা করি। গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড়পতন হয়েছে। এ কারণে ক্রেতাদের স্বার্থের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বর্ণের দাম কমলেও রুপার পূর্বনির্ধারিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে শনিবার সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৩৩৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৫৮৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৬২ টাকা বিক্রি হয়েছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

মানব স্বাস্থ্যের জন্য ভারসাম্যপূর্ণ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশমন্ত্রী

শিশুর কাশি দূর করার ঘরোয়া উপায়

বিএনপির পায়ের নিচে মাটি নেই: কাদের

ছাড়ে কিনুন স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ও গ্যালাক্সি জেড ফোল্ড ৪

জমে উঠেছে আত্রাইয়ের ঐতিহ্যবাহি সমসপাড়ার নৌকার হাট

নেত্রকোনায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, দুই ভাইসহ নিহত ৩

স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাউবি’র বিএমএড প্রোগ্রাম অবদান রাখবে : বাউবি উপাচার্য

রিয়েলমি নোট ৫০ কিনতে আউটলেটগুলোতে গ্রাহকের উপচে পড়া ভীড়

’সাগর নারীকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক কর্মকান্ডে বাধ্য করান’

চীনের পাঁচ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র

ব্রেকিং নিউজ :