300X70
বুধবার , ২ নভেম্বর ২০২২ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ভারতকে ফেভারিট মানলেও অঘটনের আশায় বাংলাদেশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে ভারতের সঙ্গে এগারো দেখায় একটিমাত্র জয় বাংলাদেশের। দুর্ভাগ্যজনক ভাবে সেই ম্যাচটায় ছিলেন না সাকিব আল হাসান। ২০১৯ সালে ফিরোজ শাহ কোটলায় জেতা সেই ম্যাচে সাকিব ছিলেন না, কারণ তখন তিনি ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও প্রকাশ না করায় নিষিদ্ধ।

সাকিবের স্মৃতিতে তাই ভারতের সঙ্গে টি-টোয়েন্টিতে সবশেষ মুখোমুখি হওয়াটা কলম্বোর সেই দুঃস্বপ্ন। নিদাহাস ট্রফির আসরটারই শেষ বল, জিততে হলে ভারতের দরকার ৫ রান। বোলার ছিলেন সৌম্য সরকার। দীনেশ কার্তিক কাভারের ওপর দিয়ে মারলেন ছয়!

সেদিনও সাকিব ছিলেন অধিনায়ক, ৪ বছর বাদে আবারও নানান পাকেচক্রে টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়ে গেছে ভারতের সঙ্গেও, এশিয়া কাপে সুপার ফোরে উঠতে না পারায় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ভিন্ন গ্রুপে থাকায় ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাকিবকে মুখোমুখি হতে হয়নি আইপিএল সতীর্থদের।

ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে সবচেয়ে ভালো জানার কথা সাকিবেরই, আইপিএলে তো অনেকগুলো মৌসুমই কাটিয়েছেন একাধিক দলে। নামে টেকনিক্যাল কনসালট্যান্ট হলেও আসলে তো শ্রীধরন শ্রীরামই কোচ, নিজের দেশের খেলোয়াড়দের তারও ভালো করে চেনার কথা।

অন্তত বিরাট কোহলির দুর্বলতা নিয়ে তো শ্রীরামের জানারই কথা, রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটিং কোচ ছিলেন যে। দলের অধিনায়ক এবং কোচ, এমনকি ভিডিও অ্যানালিস্টও (শ্রীনিবাসন, ভারতীয় এবং আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কাজ করেন) যখন আজকের প্রতিপক্ষ সম্পর্কে এত এত ধারণা রাখেন, তখন প্রস্তুতিটা তো একদম প্রতিটা জায়গা ধরে ধরেই হওয়া উচিত। তবে অবাক করার বিষয় ব্রিসবেন হয়ে অ্যাডিলেডে দু’দিন হলো গেলেও বাংলাদেশ দল অনুশীলনই করেনি!

খবরটা জানিয়ে দেওয়া হয়েছিল আগেই। কারণ অধিনায়কের অভিমত, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগ পর্যন্তই প্রস্তুতি নেওয়ার সময়। ‘একবার খেলা শুরু হয়ে গেলে কোনো বিশ্বকাপেই সেটা ফুটবল বলেন আর ক্রিকেট বলেন খুব বেশি প্রস্তুতির জায়গা থাকে না। আমাদের বেলাতেও এর ব্যতিক্রম কিছু নয়। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কত বেশি সতেজ থাকা যায়, মানসিকভাবে এবং শারীরিক ভাবে।’

যদিও সাকিবের যুক্তির সঙ্গে মেলে না ভারতীয় দলের ক্রিকেট দর্শন। কাল অ্যাডিলেডে ঐচ্ছিক অনুশীলন থাকলেও চলে এসেছিলেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। রোদ বৃষ্টি মেঘের লুকোচুরির মাঝেও নেটে রাহুলের ব্যাটিংটা ঠিক করে দেওয়ার জন্য কাজ করছিলেন কোহলি।

বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা তিনটা ইনিংসেই এক অঙ্কের ঘরে আটকে গেছেন রাহুল, তাই নেটে কোহলির দ্বারস্থ। সৌম্য সরকার তো রাহুলের চেয়ে রানে অনেক এগিয়ে, করেছেন ১৪, ১৫ আর ০। তার আর নেট অনুশীলনেরই বা কী দরকার!

প্রতিপক্ষ সম্পর্কে সবটা জানেন বলেই বোধহয় মিথ্যে বড়াই করলেন না সাকিব। মেনেই নিলেন, ‘ভারত ফেভারিট দল। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট না, এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। আর অঘটন ঘটানোর চেষ্টা করব।’

বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে খেলেছে ৮ ব্যাটসম্যান নিয়ে, সঙ্গে তিন পেসার। সাকিবের সঙ্গে হাত ঘুরাচ্ছেন মোসাদ্দেক হোসেন অথবা সৌম্য। দলে একজন বোলারের অভাব আছে কিনা, এমন প্রশ্নে সাকিবের উত্তর ‘দেখুন, ঘাটতি থাকলে আমরা ২০ ওভার করতে পারতাম না। মোসাদ্দেক জিম্বাবুয়ের বিপক্ষে এই বছর ৫ উইকেটও পেয়েছে একটা ম্যাচে। ৫ উইকেট পাওয়া টি-টোয়েন্টিতে খুবই দুর্লভ ব্যাপার। তাকে যদি অনিয়মিত বোলার হিসেবে মনে করা হয়, আমি বলব যে সেটা ভুল। ও (মোসাদ্দেক) হয়তো আরও ভালো বোলিং করতে পারে, ওকে আমরা ওভাবে বিবেচনা করিনি। যদি ঘরোয়া ক্রিকেট দেখেন ও কিন্তু টি-টোয়েটিতে চার ওভার করে।’

অনেক প্রশ্নের উত্তরই সাকিব এড়িয়ে গেছেন টিম মিটিং না হওয়ার অজুহাত দিয়ে, এমনকি উইকেটও দেখেননি সংবাদ সম্মেলনের আগে। বলেছেন, ‘উইকেট দেখা হয়নি আর দেখলেও যে বোঝা যাবে ব্যাপারটা সে রকম নয়। খেলা শুরুর আগে যেকোনো কিছুই বলা মুশকিল।’

অধিনায়ক হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই সাকিব বলেছিলেন হাতে যা মালমশলা আছে তাই দিয়েই সেরাটা বের করে আনাই লক্ষ্য। কাল দলীয় সমন্বয় নিয়ে বলতে গিয়েও সাকিব পুনরাবৃত্তি করলেন, ‘একাদশ নিয়ে আসলে চিন্তা করা হয়নি, কিন্তু কম্বিনেশন তো চাইলেই অনেক রকম বানানো যায়। এমন নয় যে একটা কম্বিনেশন নিয়েই আছি কিংবা থাকা আর কম্বিনেশন আসলে অনেক রকম বানানো যায়। তারপরও আমাদের হাতে যতটুকু আছে, তার সদ্ব্যবহার কীভাবে করতে পারি, সেটা আমাদের চিন্তা করতে হবে।’

ভারতের কোচ রাহুল দ্রাবিড় এসেছিলেন সংবাদ সম্মেলনে। খেলোয়াড়ি জীবনে ভদ্র এবং মার্জিত রাহুল ক্রিকেটের শিষ্টাচার মেনেই বলেছেন, ‘আমরা তাদের (বাংলাদেশ) শ্রদ্ধা করি, তারা ভালো দল। এই বিশ্বকাপ দেখিয়েছে যে অন্তত এই ফরম্যাটে কোনো দলকেই হালকা চালে নেওয়ার সুযোগ নেই। আমাদের প্রস্তুতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার আগে যা ছিল, এখানেও তাই থাকবে। কিছুই বাদ যাবে না।’

আপসেট ঘটানোর স্বপ্ন আছে, কিন্তু প্রস্তুতিটা যে নেই সেটা স্পষ্ট। যে দলে টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে থাকা দুজন, তারাও ম্যাচের আগের দিন নেটে অনুশীলনে ব্যস্ত। অন্যদিকে যে দলের বিশ্বকাপে তিন ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ১৫০, তারা হোটেলে বিশ্রাম করছেন। কেন শ্রীরাম ভারতের ক্রিকেটে এক ভুলে যাওয়া অধ্যায় আর দ্রাবিড় এক উজ্জ্বল নক্ষত্র, দুই দলের ম্যাচের আগের দিনের কার্যক্রম সেটাই মনে করিয়ে দিল আরও একবার।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বৈশ্বিক স্বার্থে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনায় বুরুন্ডির সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

ভবিষ্যৎ অতিমারীতেও শিক্ষা কার্যক্রম চলমান থাকবে

বিজিবির অভিযানে ফেব্রুয়ারি মাসে ১৫৯ কোটি ৪ লক্ষাধিক টাকার পণ্য জব্দ

বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ প্রথম ‘ওআইসি’ তে যোগদান করে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সম্ভাবনা অন্বেষণে ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ার ২০২১

“ব্যাংকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক ভার্চুয়াল কনফারেন্স

সাদুল্লাপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিক্সার ১ যাত্রী নিহত, আহত-৩

রেল ব্রিজে টিকটক করার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণের

বাউবিতে “মুজিব : একটি জাতির রূপকার” চলচ্চিত্র প্রদর্শনী

ব্রেকিং নিউজ :