ভারত থেকে মনোয়ার ইমাম: ভারতীয় সেনাবাহিনীর বায়ু সেনা দিবস উৎযাপন। ভারতের ব্যাঙ্গালোতে এ দিবস অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে বিদেশি রাষ্ট্রদূতদের সামনে বায়ু সেনা দিবস উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ তিন বাহিনীর সেনা প্রধান।
ভারত অন্তভূক্ত রাফেল যুদ্ধ বিমান ও ভাগ নেয় বিমান বাহিনীর মহড়ায়। ভারত এর বিভিন্ন সেনা বাহিনীর প্রধান রা হাজির ছিলেন এই মহাড়ায়। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের আকাশ এ বিভিন্ন কারুকাজ ও প্রদর্শন করে।
বিমান বাহিনীর দক্ষ অফিসার রা ও তিন বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর সদস্যরা উপভোগ করেন মহাড়ার কায়দাকানুন ও দক্ষতা প্রদর্শন। ভারত যে কোন দেশের থেকে কোম নয় তা বিমান বাহিনীর সদস্যরা দেখিয়ে দেন।
আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ও ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র কি ভাবে রুখতে হবে তা দেখায়। এবং প্লাটা কি ভাবে শত্রুর বিরুদ্ধে মামলা করতে হয় তা প্রদর্শনী র মধ্যে তুলে ধরা হয়। ভারত এর যুদ্ধবিমান ও হেলিকপ্টার সদ্য হাতে আসা রাফেল ও তেজস এবং এফ 16,মিগ যুদ্ধ বিমান ও চেতক হেলিকপ্টার ভাগ নেয় বিমান বাহিনীর সদস্যদের মহাড়ায়।