ভারত থেকে মনোয়ার ইমাম : ভারতের পাঞ্জাবের পঞ্চায়েত নির্বাচন বি জে পি ধরাশায়ী। এবং ওয়ে বললে বললে হয়ে গেছে। এই করুন অবস্হার জন্য সম্পত্তি ভারত সরকার এর কৃষক বিরোধী বিল দায়ী বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ পাঞ্জাব প্রদেশের মোট পঞ্চায়েত এর আসান সংখ্যা 97107,টি। তার মধ্যে একা ভারত এর জাতীয় কংগ্রেস দল পেয়েছে মোট 91040টি আসন। সেখানে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি পেয়েছে মাত্র 345টি সিট।
আর বাদবাকি নির্দল প্রার্থী রা জয়ী হয়েছেন।এই জয় কে ঐতিহাসিক জয় বলে জানিয়েছেন পাঞ্জাব এর মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ সিং এবং পাঞ্জাব এর জাতীয় কংগ্রেস নেতা কৃত্তিবাস।
সেই সঙ্গে এই জয়ের জন্য পাঞ্জাবের সাধারণ মানুষের কাছে অভিনন্দন জানিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী এবং ইউ পি এ জোটের চেয়ারম্যান শ্রীমতি সনিয়া গাঁধী। এবং ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরীর। সকলেই বলেছেন এবার হয়তো ভারত এর জাতীয় রাজ্যে রাজনীতি থেকে বি জে পি র পতন শুরু হয়েছে। তবে এই জয় কে ঐতিহাসিক জয় বলে জানিয়েছেন পাঞ্জাব এর মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ সিং ও কৃত্তিবাস আযাদ।