ভারত থেকে মনোয়ার ইমাম: আগামীকাল মঙ্গলবার ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস।আজ থেকে প্রায় তিয়াত্ত বৎসর আগে ব্রিটিশ অধীন ভারত তার পূর্ণ স্বতন্ত্রভাবে স্বাধীন অধিকার ফিরে পেয়েছিল।
বহু মানুষ এর রক্ত এর বিনিময়ে অভিক্ত ভারত তার অধিকার ছিনিয়ে নিয়েছিল ব্রিটিশ দের কাছ থেকে। তাই প্রতি বছর ন্যায় এবারও ভারত সরকার পূর্ণ স্বতন্ত্র দিবস পালন করবে দিল্লির লালকেল্লায়।
পূর্ণ স্বতন্ত্র দিবস ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ গোবিন্দ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একই সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যে পূর্ণ স্বতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেখানে অভিবাদন গ্রহণ করবেন বিভিন্ন রাজ্যে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী রা। কিন্তু মূল অনুষ্ঠান এ দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ গোবিন্দ। সেখানে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেই সঙ্গে ভারত এর প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের মানুষ কথা তুলে ধরবেন।
পূর্ণ স্বতন্ত্র দিবস উপলক্ষে ভারতের বিভিন্ন যায়গায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুতি নিয়েছে। বিমান বন্দর,রেল ইস্টিশনে এবং সামরিক বাহিনীর ঘাঁটি তে নজরদারি চালাচ্ছে সামরিক বাহিনীর সদস্যরা। এবং ড্রোনের মাধ্যমে আকাশ পথে নজরদারি রাগছে প্রশাসন। নাশকতা ঠেকাতে গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন প্রস্তুতি নিয়েছে।
আগামীকাল ভারত পূর্ণ স্বতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান রা শুভেচ্ছা জানিয়েছেন। এবং ভারতের বিরোধী দলের নেতা অধীর চৌধুরীর অভিনন্দন জানিয়েছেন। এবং দেশ বাসি কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের ইউ পি এ জোটের চেয়ারম্যান শ্রীমতি সনিয়া গাঁধী। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।