বাহিরের দেশ ডেস্ক: দালালদের মাধ্যমে ভারতে যাওয়া আট বাংলাদেশি নারী দুবছর সাজাভোগ শেষে বাংলাদেশে ফিরেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তাঁরা।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ওই আট নারীকে হস্তান্তর করেন।
সাজাভোগ শেষে দেশে ফেরা এক নারী বলেন, ‘আমরা ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাড়ি জমিয়েছিলাম। এরপর বাসা-বাড়িসহ বিভিন্ন জায়গায় কাজ করি। এর মধ্যে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে দুবছর প্রাজাওয়ালা হায়দরাবাদ শেল্টার হোমে থাকার পর বুধবার দেশে ফিরেছি। শেল্টার হোমে আমাদের বয়সি অনেক বাংলাদেশি মেয়ে রয়েছে। তারা দেশে ফেরার অপেক্ষায় রয়েছে।’
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার পরিবারের কাছে তাদের হস্তান্তর করবে।’
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসা নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হয়েছে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের হস্তান্তর করা হবে।’