বাঙলা প্রতিদিন নিউজ : সাতক্ষীরার হিজলদী ও পদ্মশাখরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ দালালসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (৪ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৪ অক্টোবর) রাতে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২/১-এস এর সন্নিকটে শ্মশান নামক স্থান দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে গমন করবে।
এ প্রেক্ষিতে পদ্মশাখরা বিওপির নায়েব সুবেদার আমির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।
আনুমানিক রাত ৩ টার দিকে উক্ত স্থান দিয়ে দু’টি মোটর সাইকেলযোগে ৩ জন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি টহলদল দালাল মোঃ জসিম উদ্দিন (৩৮) ও মোঃ বিলাল হোসেন (২৩) এবং পাচারের শিকার মোঃ শামছুজ্জামান (৩৯) কে আটক করে।
আটককৃত দালাল জসীম উদ্দিন সাতক্ষীরা সদরের পদ্মা শাখড়া গ্রামের শামসুদ্দীন গাজীর ছেলে এবং দালাল বিলাল হোসেন সাতক্ষীরা সদরের লক্ষীদাড়ি গ্রামের আসাদুল সরদারের ছেলে।
অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারতে গমনের চেষ্টার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, শুক্রবার (৪ অক্টোবর) আনুমানিক ভোর সোয়া ৪ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হিজলদী বিওপির একটি বিশেষ আভিযানিকদল দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৬ এর নিকটবর্তী সুলতানপুর মাঠ নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় শরিয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের শামসুল মোল্লার মেয়ে মোছাঃ মৌসুমী (৩৪) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার রুদ্রবানা গ্রামের আয়নাল উদ্দিন শেখের ছেলে মোঃ মামুন (৩৩)-কে আটক করতে সক্ষম হয়। আটককৃত দের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত আগস্ট ২০২৪ মাসে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।
আটককৃত ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।