বাহিরের দেশ ডেস্ক: ভারতে যুদ্ধবিমানের প্রথমবারের মতো মুসলিম নারী পাইলট হিসেবে নির্বাচিত হয়েছেন সানিয়া মির্জা।
দেশটির উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা তিনি। তার বাবা শাহীদ আলী পেশায় একজন টিভি মেকানিক। ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় (এনডিএ) উত্তীর্ণ হয়েছেন সানিয়া। খবর এনডিটিভির।
ভারতের প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট হওয়ার পাশাপাশি দেশটির উত্তর প্রদেশ রাজ্যের তিনিই প্রথম ভারতীয় বিমানবাহিনীর ফাইটার পাইলট হতে যাচ্ছেন।
আগামী ২৭ সেপ্টেম্বর সানিয়া পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেবেন।
সানিয়ার বাবা শাহীদ আলী বলেন, সানিয়া ভারতের প্রথম ফাইটার প্লেন চালক অবনী চতুর্বেদীকে আদর্শ মনে করে।
ছোটবেলা থেকেই সে অবনীর মতো হতে চাইত। ভারতে দ্বিতীয় কোনো নারী হিসেবে সানিয়া ফাইটার পাইলট হিসেবে নির্বাচিত হয়েছে। এনডিএ পরীক্ষায় ১৪৯তম হয়েছে সানিয়া।
উচ্চমাধ্যমিকে উত্তর প্রদেশ বোর্ডে সানিয়া মেধা তালিকায় ১২তম হন। এরপর তিনি সেঞ্চুরিয়ন ডিফেন্স একাডেমিতে এনডিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।