ভারত থেকে মনোয়ার ইমাম: ভারত ও বাংলাদেশকে সেতু দিয়ে বাঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল বুধবার ভারতের উত্তর পূর্ব রাজ্যে সঙ্গে বাংলাদেশের রামগড়কে ফেনী নদীর বাঁধ দিয়ে বন্ধুত্ত্বের বন্ধনে আবদ্ধ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন থেকে ভারতের ত্রিপুরার সাক্রামের সঙ্গে বাংলাদেশের রামগড় দূরত্ব দাড়াল একশত কিলোমিটার।
এ ফেনী নদীর উপর উনিশ মাইল সেতুর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পাবে। এবং ভারতের কলকাতার থেকে বাংলাদেশে এর চট্রগ্রাম দূরত্ব ছিল ১৬০০, কিলোমিটার সেটা এসে দাঁড়িয়েছে মাত্র একশত কিলোমিটার।
যার ফলে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়বে পন্যপরিসেবা অথনৈতিক ও সামাজিক উন্নয়ন।এই সেতু নির্মাণ হলে খুশি হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের বানিজ্য এক বহুগুণ বেড়ে যাবে। ফলে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার এর আন্তর্জাতিক বাণিজ্য হবে।