নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে অবৈধ পথে আসা ভারতীয় গরু ১২ লাখ ১৩ হাজার ৮৭৫ টাকায় নিলামে বিক্রি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২জুন) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে নিলামটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ১৪মে ভারত থেকে অবৈধ পথে আসা আটটি গরু জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনী সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।
সব প্রক্রিয়া শেষে গরু আটটি আদালতের মাধ্যমে নিলামে তুলা হয়। প্রকাশ্য নিলামে এই আটটি গরু ১২ লাখ ১৩ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান এর করে নিশ্চিত করে জানান, নিলাম প্রক্রিয়ার দায়িত্ব পালন করেন নীলফামারী চিফ জুডিশিয়াল আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান, সহদেব চন্দ্র রায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহিন কবীর, মো. মেহেদী হাসান, জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অক্ষয় কুমার রায় ও কোট পুলিশ পরিদর্শক মোমিনুল ইসলাম প্রমূখ।