ডেস্ক: আফগানিস্তান সংকট নিয়ে বিরোধপূর্ণ অবস্থানে থাকা পাকিস্তান ও ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই সফর হবে আগামী মাসে। এর আগে পাকিস্তান ও ভারত সফর করে গেছেন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস। তারপরই যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় বড় কর্মকর্তা হিসেবে এই সফরে আসছেন শেরম্যান। এই সফরে প্রথমেই তিনি আসবেন ভারতে। সেখানে দিল্লি ও মুম্বাইয়ে অবস্থান করবেন ৬ ও ৭ অক্টোবর। এরপর তিনি পাকিস্তান সফরে যাবেন। সেখানে ৭ ও ৮ অক্টোবর রাজধানি ইসলামাবাদে সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
ওদিকে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে বলেছেন, পাকিস্তানকে বলির পাঠা বানানো হয়েছে।