নিজস্ব প্রতিবেদক,বাঙলা প্রতিদিন : বাংলাদেশ ও ভারতের কবিদের নিয়ে সাহিত্য আড্ডা ও নব জিজ্ঞাসা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে মালিবাগে মাসিক ভাষাতরীর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাসিক ভাষাতরী সম্পাদক ও লেখক উমর ফারুকের সভাপতিত্বে ও প্রগেসিভ হিউমেনিস্ট জার্নি অর্গানাইজেশনের সভাপতি, গাঙচিল সাহিত্য সংগঠণের সাংস্কৃতিক সম্পাদক ও কবি শ্রুতি খানের উপস্থাপনায় এতে কবিতা পাঠ করেন ভারতের কবি ও সম্পাদক সন্দীপ সাহু, কবি ও সম্পাদক বিরূপাক্ষ পন্ডা, গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন, গাঙচিলের মহাসচিব এম ইদ্রিস আলী, আবৃত্তিশিল্পী বদরুল আহসান খান, কবি শিউলী খান, কবি আফসান নিজাম, কবি আবুল কালাম আজাদ, কবি সোহেল রানা, গায়ক লিটন কুমার বারিক ও শ্যামসুন্দর বিশ্বাস, সম্পাদক সন্দীপ সাহু’র সম্পাদনায় প্রকাশিত নব জিজ্ঞাসা পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।
এতে সন্দীপ সাহু বলেন, আমি ভারতে বসবাস করলেও আমার মায়ের জন্ম এই সোনার বাংলাদেশে । এদেশের প্রতি আমার প্রেম ও মায়া অনেকটা।
এই মায়া থেকেই বার বার ছুটে আসি। এদেশের শিল্প সাহিত্য আমাকে খুব টানে। তাই শিল্প সাহিত্যের মানুষের আড্ডায় আমার ‘নব জিজ্ঞাসা’র মোড়ক উন্মোচন করতে পেরে ভাল লেগেছে।