নিজস্ব প্রতিবেদক : অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
সোমবার সকাল আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শহিদ মিনারে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
একই সময় স্বাচিপ বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষে সহযোগী অধ্যাপক ডা আরিফুল ইসলাম জোয়ার্দার টিটোর নেতৃত্বে ভাষাশহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এসময় স্বাচিপ কেন্দ্রীয় কমিটি ও বিএসএমএমইউ শাখা স্বাচিপের নেতাকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচিতে অংশ নেন।
এর আগ একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম।
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।