নিজস্ব প্রতিবেদক:গত বেশ কিছুদিন যাবত ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) পরিচয় দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীর কাছে ফোন দিয়ে বিভিন্ন বিকাশ একাউন্টে টাকা পাঠানোর দাবী করা হচ্ছে।
বর্তমানে প্রতারক চক্র মাঠ পর্যায়ে ভূমি সহকারী কর্মকর্তা/উপ সহকারী কর্মকর্তা এবং উপজেলা/সার্কেল ভূমি অফিসের বিভিন্ন কর্মচারীদের কাছে তাদের নামে মন্ত্রণালয়ে অভিযোগ আছে বলে তা নিষ্পত্তির আশ্বাস দিয়ে বিকাশ একাউন্টে টাকা পাঠানোর দাবী করছে মর্মে বিভিন্ন কর্মকর্তা/কর্মচারী মন্ত্রণালয়কে অবহিত করছে।
অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন), ভূমি মন্ত্রণালয়-এর নামে ভুয়া পরিচয় দিয়ে মোবাইল ফোনে মাঠ পর্যায়ের ভূমি অফিসসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের নিকট চাদা দাবী করায় অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) তথা ভূমি মন্ত্রণালয়ের সুনাম/ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ইতোপূর্বে এ ব্যাপারে অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) ঢাকা মহানগরের শাহবাগ থানায় জি.ডি করেছে। এ ব্যাপারে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
এমতাবস্থায়, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের নামে ভুয়া পরিচয় দিয়ে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত মাঠ পর্যায়ের ভূমি অফিসসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের নিকট মোবাইল ফোনে চাঁদা দাবীর বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে সকল মাঠ পর্যায়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসে গত ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে একটি পত্র প্রেরণ করা হয়।