ভৈরব প্রতিনিধি : পূবাইল রেলওয়ে ষ্টেশন থেকে মামুন মামুন (৩০) ও আব্দুর রহিম (৬০) নামে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। গতকাল রাত আনুমানিক ১০ টার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের ঔষধের বিষ ক্রিয়ায় টালু শেখ (৪২) নামে একজন আক্রান্ত হলে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া পুলিশ।
আক্রান্ত টালু শেখ বলেন, আমি পুবাাইল ষ্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় ২ জন লোক আমার সাথে পরিচিত হয় আমরা একই এলাকার লোক। কথাবার্তার এক পর্যায়ে ওরা আমাকে চা খেতে দেয়। চা খাওয়ার পরেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। চিকিৎসার পর এখন আমি একটু সুস্থ আছি। তবে আমার শরীর খুবই দুর্বল।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবউল হোসেন বলেন, ৯৯৯ কল থেকে ফোন পেয়ে জানতে পারি পুবাইল রেল ষ্টেশনে অজ্ঞান পার্টির ২ সদস্যকে স্থানিয়রা আটক করেছে এবং আক্রান্ত ব্যাক্তির অবস্থা আশংকা জনক। পরে ভৈরব রেলওয়ে থানাধিন নরসিংদী ফাঁড়ি পুলিশের মাধ্যমে আটককৃত ও আক্রান্ত ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। আক্রান্ত ব্যাক্তির শারীরিক অবস্তা এখন মোটামোটি ভাল আছে। আটককৃত ২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।