প্রতিনিধি, ভৈরব : ভৈরবের মেঘনা নদীতে কঢ়ুরিপানার সাথে ভেসে এলো এক দিন বয়সের এক মেয়ে নবজাতকের মৃত দেহ। খবর পেয়ে বুধবার সন্ধা ৭ টায় এ নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে ভৈরব নৌ থানা পুলিশ।
পুলিশ জানায়, সন্ধা ৭ টার দিকে ভৈরব বাজারের থেকে আশুগঞ্জ খেয়া পারাপারের মাঝিরা কঢ়ুরি পানার মাঝে নবজাতকরে মৃত দেহটি ভাসতে দেখে নৌ পুলশিকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ এসে নাভিসহ মেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারনা করা হচ্ছে একদিন বয়সী এই নবজাতক কে জন্মরে পর পরই জীবিত অথবা মৃত মেঘনা নদীতে ফেলে দেয়া হয়েছে। নদীতে ফেলে দেয়ার ফলে নদীর স্রোতে কচুরীপানার সাথে ভেসে ভৈরব খেয়া ঘাটে ভীড়ে।
ভৈরব নৌ থানা পুলশিরে এস আই রাসেল আহমেদ জানান, মাঝিদের মোবাইল ফোনে খবর পেয়ে মেঘনা নদীর ভৈরব থেয়ো ঘাটেকচুরীপানার সাথে ভাসমান একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করি। নবজাতক টি মেয়ে এবং একদিন বয়সী। তার নাভীও ও কাটা হয়নি। ধারনা করা হচ্ছে ভুমিষ্টের পর পরই নদীতে ফেলে দিয়েছে তার জন্মদাত্রী। মৃতদেহটি ময়নাতদন্তরে জন্য কিশোরগঞ্জের সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
ময়না কদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে নবজাতক কে মৃত নাকি জীবিত অবস্থায় নদীতে ফেলা হয়েছে। তার পরই প্রকৃত রহস্য বের হয়ে আসবে। তখন আইন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা যাবে। এ ব্যাপারে র্বতমানে একটি অপমৃত্যু মামলা দায়রে করা হবে।