প্রতিনিধি, ভৈরব : ঢাকাগামী আন্ত নগর কালণী এক্সপ্রেস ট্রেন থেকে পরিত্যাক্ত অবস্থায় মালটা ফলের চারার ঢাল গোজা টব সাদৃশ ৩টি বস্তুর ভেতর থেকে ৩ কেজি ও একটি ট্রলি ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করা হয়েছে।
এ ছাড়াও বডি ফিটিং অবস্থায় ২ কেজি গাঁজাসহ সোমা আক্তার (৩০) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা রেলওয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃত সোমা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থানাধিন কাশিনগর গ্রামের মিজান মিয়ার স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার ঢাকাগামী কালনী ট্রেন থেকে সোমা আক্তারকে অটক করা। এ ঘটনায় ঢাকা জেলা রেলওয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ বাদী হয়ে সোমা আক্তারের বিরুদ্ধে ভৈরব রেলয়ে থানায় একটি নিয়মিত মামলা ও পরিত্যাক্ত মাদক পাওয়ায় একটি সাধারণ ডায়রি রুজু করেছে।
ঢাকা জেলা রেলওয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই ফিরোজ আহমেদ জানান, বিভিন্ন ষ্টেশন ও ট্রেনে মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে কালণী ট্রেন থেকে সোমা আক্তারকে বডি ফিটিং ২ কেজি গাঁজাসহ এবং একই ট্রেন থেকে পরিত্যাক্ত অবস্থায় মাল্টা ফলের ঢাল গোজা টব সাদৃশ ৩টি বস্তুর ভেতর থেকে ৩ কেজি ও একটি ট্রলি ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার সহ জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় রেলওয়ে একটি নিয়মিত মামলা ও পরিত্যাক্ত ৫ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে।