প্রতিনিধি, ভোলা:
ভোলায় অ্যাসিড নিক্ষেপ করে সাবেক প্রেমিকাকে হত্যা এবং প্রেমিকার বোনের মুখ ও পিঠ ঝলসে দেওয়ার দায়ে মহব্বত হাওলাদার অপু নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় প্রদান করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের মানিক হাওলাদারের ছেলে মহব্বত হাওলাদার অপুর সাথে একই এলাকার তানজিম আক্তার মালার প্রেমের সম্পর্ক ছিল।
ওই সম্পর্ক ভেঙে গেলে ক্ষিপ্ত হয়ে অপু ২০১৮ সালের ১৪ মে গভীর রাতে অ্যাসিড নিক্ষেপ করে।
এতে মালা এবং তার বোন মারজিয়া দগ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মালার মৃত্যু হয়। এ ঘটনায় মালার মা জান্নাতুল ফেরদাউস বাদী হয়ে মামলা দায়ের করেন