ভোলা প্রতিনিধি: ভোলায় শিকারীদের কাছ থেকে জবাই করা ৪২ কেজি ওজনের একটি হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। শুক্রবার সকালে ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের চরনলুয়া গ্রাম থেকে হরিণটি উদ্ধারের পর দুপুরে বন বিভাগের বিট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল নজরুল নগর ইউনিয়নের চরনলুয়া গ্রামে অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জবাই করা ৪২ কেজি ওজনের একটি হরিণ ফেলে রেখে শিকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে হরিণটি উদ্ধার করে বন বিভাগের চরমানিকা বিট কর্মকর্তা মোঃ আবুল কাসেমের কাছে হস্তান্তর করা হয়।
তবে এর সাথে জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।