বিশেষ প্রতিনিধি: কোভিড-১৯ ভ্যাকসিনের বিরুদ্ধে অপপ্রচার থেকে দুরে থাকুন। আমি ভ্যাকসিন নিয়েছি, কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের জন্য খুব দ্রুততার সাথে কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য। ভ্যাকসিন নওয়ার পর এক প্রতিক্রিয়ার এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এদিকে ঢাকার পাঁচটি হাসপাতালে দ্বিতীয় দিনে দুই জন প্রতিমন্ত্রীসহ ৫৪১ জনকে করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টিকার প্রয়োগ শুরু হয়।
জানা গেছে, দ্বিতীয় দিনের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৯৮ জন টিকা নিয়েছেন। এর ভেতর ভিআইপিদের মধ্যে নেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, তথ্য সচিব খাজা মিয়া। এছাড়াও ১৪২ জন চিকিৎসক, নার্স ৪ ও অন্যান্য ৪৮ জন।
অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন ১২০ জন। সেখানে ভিআইপিদের মধ্যে টিকা নেন সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ। চিকিৎসক চারজন, নার্স ৭, অন্যান্য ৪৮ জন।
আর ৬৫ জনকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দেয়া হয়েছে। এদের মধ্যে চিকিৎসক ১২ জন, নার্স ৫ জন ও অন্যান্য ৪৮ জন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন ১০০ জন। এদের মধ্যে চিকিৎসক ৫০, নার্স ১৩ ও অন্যান্য ৩৭ জন।
কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে টিকা নিয়েছেন ৫৮ জন। এদের মধ্যে ৩৮ জন চিকিৎসক, নার্স ৩ ও অন্যান্য ১৭ জন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি দেখতে গিয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, উৎসবমুখর পরিবেশে টিকা দেয়া হচ্ছে।
এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং কারো পার্শ্বপ্রতিক্রিয়ার কথা শোনেননি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।