নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর মগবাজার এলাকায় রেললাইনের পাতে ফাটল দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুরে মগবাজার ওয়্যারলেস এলাকার ১৪ নাম্বার রেলগেইটের সামনে আপ লাইনে এ ফাটলটি দেখা যায়, যা ভেঙে আলাদা হয়ে আছে।
সরেজমিনে দেখা যায়, ২ লাইনের সংযোগকারী নাটটি খোলা রয়েছে এবং সেখানেই লাইনটি ফেটে আলাদা হয়ে গেছে।ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শীরা।
তারা জানান, হঠাৎ করে আমরা এই আপ লাইনটিতে (ঢাকার দিকে যেতে) ফাটলটি দেখতে পাই এবং প্রায় ৬/৭ ইঞ্চির মতো লাইন ভেঙে আলাদা হয়ে গেছে। যা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতেও দেখা গেছে প্রত্যক্ষদর্শীদের।বড় ধরনের দুর্ঘটনা এড়াতে রেলকর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত জনতা।
এ বিষয়ে ১৪ নাম্বার গেইটের দায়িত্বে থাকা গেইটম্যানকে জিজ্ঞাসা করা হলে তিনি আরটিভি নিউজকে জানান, বিষয়টি আমি এতক্ষণ খেয়াল করিনি।তবে দ্রুত মেরামতের জন্য কর্তৃপক্ষকে জানানো হবে।
এর কিছুক্ষণ পরেই ঝুঁকি নিয়ে এই লাইনটির উপর দিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ট্রেনকে যেতে দেখা গেছে।