নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: প্রয়োজনীয় খাদ্যপণ্য মজুদকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আজ মঙ্গলবার সকালে নিত্যপ্রয়োজনীয় মূল্য নিয়ন্ত্রণে করা রিটের শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তার রিপোর্ট দিতে বলে বলা হয়েছে। ওএমএস নীতিমালা অনুযায়ী সারাদেশে চাল আটা তেল পেয়াজ ডাল রেশন কার্ডের মাধ্যমে দিতে নির্দেশও দেয় হাইকোর্ট।
এসব বিষয়ে ২৬ এপ্রিলের মধ্যে অগ্রগতি জানাতে বলা হয়েছে। আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিলে, এসব সিন্ডিকেট তৈরি হতো না বলেও জানায় হাইকোর্ট।
গেল ৬ই মার্চ সয়াবিনের মূল্য নিয়ন্ত্রণে রিট করেন ৩ আইনজীবী। পরে রিটে সয়াবিনের সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্য যুক্ত করতে বলে হাইকোর্ট।