মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে নিষিদ্ধ চায়না জাল পুড়ে দিয়েছে প্রশাসন। ভ্রাম্যমান আদালতে জরিমানা। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের মির্জাপুর গ্রামে।
জানাযায়, ৯ আগস্ট বুধবার মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রাম সংলগ্ন বংশাই নদীতে নিষিদ্ধ জাল অপসারণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত মধুপুরের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি ৮৫ মিটার বেহুন্দি জাল (সেট ব্যাগ নেট), ১২ টি চায়না দুয়ারি, ম্যাজিক, দুয়ারি জাল ও ৭ টি কারেন্ট জাল জব্দ করে বিনিষ্ট করা হয়। এছাড়া নিষিদ্ধ এসব জাল ব্যবহারের অপরাধে একজনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।