মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মনিরামপুরে কাভার্ড ভ্যানের চাপায় পিতাপুত্র ও দাদা নাতিসহ ৫জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৮টায় যশোর মনিরামপুর সড়কের বেগারিতলা নামকস্থানে। এসময় আঞ্চলিক এ মহাসড়কে প্রায় ৪ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে যশোর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ন-২০-১৭৫১ নম্বরের একটি কাভার্ড ভ্যান মনিরামপুরের উর্দ্দেশে রওনা হয়। পথিমধ্যে উপজেলার ভোজগাতি ইউনিয়নের বেগারিতলা বাজারে পৌছালে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলের মধ্যে ঢুকে যায়। এতে চাঁপা পড়ে ঘটনাস্থলেই পিতাপুত্র ও দাদা নাতিসহ ৫জন নিহত হয়।
নিহতরা হলেন, মনিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের কৃষক হাবিবুর রহমান পঁচা (৪৮) ও তার ছেলে তাওহিদ হাবিব তাওসি (৬) একই গ্রামের মীরপাড়া এলাকার শামসুর রহমান মীর (৬৮) ও তার পৌত্র (ভাতিজার ছেলে) তৌহিদুল ইসলাম মীর (৩৮) ও জয়পুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)।
মনিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বেগারিতলা মহাসড়কের পাশে আবু তালেব খাঁনের খাবার হোটেলে ঢুকে যায়। এসময় হোটেলে নাস্তা খাওয়া অবস্থায় শিশুসহ ৫জনই কাভার্ড ভ্যানের তলে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস ও থানা পুলিশ। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করায় ৪ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এব্যাপারে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস বলেন, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। এরপর হাইড্রোলিক যন্ত্র ব্যবহার করে কাভার্ডভ্যানের নিচ থেকে ৫জনের লাশ উদ্ধার করি।
মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান মহাসড়কের পাশে একটি খাবার হোটেলে ঢুকে পড়ায় ৫জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতদের মধ্যে পিতা ও পুত্র রয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারি পালিয়ে গেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।