নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর তুরাগ থানাধীন ময়মুনা টাওয়ার ফ্ল্যাট অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সংস্কৃতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৮ জুলাই) বার্ষিক ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ নাসির উদ্দিন। আর প্রথম রানার্স আপ হয়েছেন মোঃ শফিক ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন মোঃ সুমন।
পরে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এম মাহফুজুর রহমান।