সংবাদদাতা, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার মাছেরদাইড় এলাকায় মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুই নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাছেরদাইড় জামে মসজিদের ঈমামের বেতন ও মসজিদ উন্নয়নের অর্থ উত্তোলনের জন্য গ্রামের এক কিশোরকে দায়িত্ব দেন ক্যাশিয়ার আশকার আলী। এ নিয়ে মসজিদ কমিটির সভাপতি শহিদুল্লার সাথে বাকবিতন্ডা হয় আশকার আলীর। এর জেরে সোমবার বিকেলে উভয়পক্ষের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাধারণ মুসুল্লি ও নারীসহ ১২ জন গুরুতর আহত হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।