নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২০ জুলাই থেকে মহররম মাস গণনা শুরু হবে। ২৯ জুলাই আশুরা পালন হবে।বাংলাদেশের আকাশে মঙ্গলবার ১৪৪৫ হিজরি সালের মহররম মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। এ কারণে ১৯ জুলাই বুধবার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে।
আগামী ২০ জুলাই থেকে মহররম মাস গণনা শুরু হবে। ২৯ জুলাই আশুরা পালন হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়, যাতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. নায়েব আলী মন্ডল (অতিরিক্ত দায়িত্ব), সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার মো. জুলফিকার রহমান কোরাইশী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।