নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর মহাখালীতে হাসপাতালে সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মহাখালীর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম রবিউল ইসলাম (৩৫)। তার বাড়ি কুড়িগ্রামের কচাকাটা থানায়। তিনি পেশায় রাজমিস্ত্রি। তবে রবিউল রাজধানীর ভাটারা এলাকায় থাকতেন।
বনানী থানার উপপরিদর্শক আবু হানিফ মিলন জানান, দুপুরে মহাখালীর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে পথচারীরা লাশটি দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।