মহেশপুর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে আত্মহত্যা, বাল্য বিবাহ ও মানবপাচার প্রতিনিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকার বুধবার সকালে মহেশপুর জেলা পরিষদ আডোটরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনিরা বেগম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, নেপা ইউপি চেয়ারম্যান সামছুল হক মৃধা প্রমুখ। অনুষ্ঠানটি জাস্টিজ এন্ড কেয়ার এর আয়োজনে অনুষ্ঠিত হয়।