মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর দোস্ত এইড সোসাইটির পক্ষ থেকে অসচ্ছল পরিবারকে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলার বাশবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দোস্ত এইড সোসাইট কতৃক আয়োজিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির আহমেদ মুহিত।
অনুষ্ঠানের প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শেখ জসিম উদ্দিন।
এসময় এলাকার অসহায় অসচ্ছল পরিবারের হাতে টিউবওয়েল তুলে দেওয়া হয়।