প্রতিনিধি, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের ৫ দিন পর এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ।
মহেশপুর থানা ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে উপজেলার বেদবাড়িয়া গ্রামের মমিনুর রহমানের ছেলে নাসিম (৩০) গত ২৭নভেম্বর নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তার কোন খোজ পাওয়ানি তার পরিবার। তারা জানান ছেলেটির একটু মানসিক সমস্যা ছিলো।
গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বদ্দিপুর গ্রামের বাঁশ বাগানের ভিতর একটি কাঠান গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থল থেকে তার লাশ উদ্ধার করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান ছেলেটির মানসিক সমস্য ছিলো বলে আমরা জানতে পেরেছি। লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে।