জাহিদুল ইসলাম, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির আমিন নগর হলদি পাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার (১৪ই জুলাই) দুপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘাতক পুত্র মফিজুল ইসলামের লাঠির আঘাতে পিতা আব্দুল মান্নান (৬৫) নামের একজন নিহত হয়েছে।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশটি উদ্ধার করাসহ মৃত লাশের স্ত্রী ও তিন পুত্রকে থানায় নিয়ে এসেছে। অপর দিকে মুল হোতা ঘাতক পুত্র মফিজুল পলাতক থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনি। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশটি মহেশপুর থানা হেবাযতে রেখে ঝিনাইদহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিলো।