# সভাপতির স্বাক্ষর জাল করার অভিযোগ
মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে মাইলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের সভাপতি ফারুক হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পৃথক পৃথক ভারে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানাগেছে- উপজেলার ২২নং মাইলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজের জন্য আসা সরকারের বরাদ্দকৃত ৩ লক্ষ ৮৩ হাজার টাকা সভাপতি ফারুক হোসেনের স্বাক্ষর জাল করে মহেশপুর সোনালী ব্যাংক শাখা হতে উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করেছে। এ বিষয়ে সভাপতি ফারুক হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসানের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।